Image description

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই অভিযোগ করেন।

নাহিদ ইসলাম দাবি করেন, নির্বাচন কমিশন (ইসি) এসব অনিয়ম দেখেও না দেখার ভান করছে। এ সময় এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘এমন কোনো পরিবেশ তৈরি করবেন না, যেখানে আমাদের ভিন্ন কিছু চিন্তা করতে বাধ্য হতে হয়। যদি এই অনিয়ম চলতে থাকে, তবে আমাদের দলের পক্ষ থেকে এবং জোটের পক্ষ থেকে আমরা যেকোনো কঠোর সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রস্তুত আছি।’

আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, এনসিপি নেতা নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়মবহির্ভূতভাবে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

নাহিদ ইসলাম অভিযোগ তুলে বলেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও বিএনপির প্রার্থীদের ছাড় দিয়েছে ইসি। এসব পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে আইনি লড়াই ও রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

নাহিদ আরও বলেন, ‘একটি ছাত্র সংগঠন গুন্ডাবাহিনীর মতো নির্বাচন কমিশনের সামনে গিয়ে অবস্থান নিচ্ছে। বিএনপির সিনিয়র নেতারা রায়ের আগে কমিশনের সাথে বৈঠক করে নিজেদের পক্ষে রায় নিয়ে আসছেন। এতে কী বার্তা দেওয়া হচ্ছে? নির্বাচন কমিশন সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে পক্ষপাতিত্ব করছে।’