Image description

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে কারণ দর্শাতে হলে সবার আগে তা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে করা উচিত বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসে তারা এ দাবি করেন।

বিএনপি চেয়ারম্যানকে কেন কারণ দর্শানোর নোটিশ দেয়া হলো না তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, তারেক রহমান যখন বাংলাদেশে এসেছেন, সারা ঢাকা শহর পোস্টারে ছেয়ে গেছে, ওনার নির্বাচনী এলাকা গুলশান পোস্টারে ভরে গেছে। অথচ আমাদের গণভোটের প্রচারে ছবি ব্যবহার করায় আমাদের শোকজ দেয়া হলো।

আসিফ মাহমুদ বলেন, একটি দলের চেয়ারম্যান দেশে আসার পর তার ছবি দিয়ে পোস্টারে ছেয়ে গেছে। ছবি নিয়ে প্রচারণা চালানোয় সে হিসেবে তাকে শোজ করা উচিত।

তিনি আরও বলেন, আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে রোববার এনসিপির ২ জনকে শোকজ করা হয়েছে। এটা আচরণবিধি ভঙ্গ করা হয় কীভাবে? এটা ছিল গণভোটের প্রচারণা। উল্টো অন্য দল প্রতীক, ব্যানার দিয়ে প্রচারণা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। উদ্দেশ্যমূলকভাবে এরকম শোকজ দেয়া হচ্ছে।

এনসিপির দুই নেতার শোকজ তুলে নিতে হবে এবং জনগণের কাছে ব্যাখ্যা দিতে হবে, বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, বিতর্কিত নির্বাচনের মতো দ্বৈত নাগরিক, ঋণ খেলাপিদের নির্বাচন করার সুযোগ করে দেয়া হচ্ছে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিতর্কিত কর্মকাণ্ড করছেন।