সাম্প্রতিক বিক্ষোভে যারা ‘প্রতারণার শিকার হয়ে’ যোগ দিয়েছিল, তারা তিন দিনের মধ্যে আত্মসমর্পণ করলে ‘হালকা শাস্তি’ পাবে বলে জানিয়েছেন ইরানের জাতীয় পুলিশপ্রধান আহমদ-রেজা রাদান।
সোমবার (১৯ জানুয়ারি) এ কথা জানান ইরানের জাতীয় পুলিশপ্রধান। খবর রয়া নিউজের।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে আহমদ-রেজা রাদান বলেন, যেসব তরুণ অনিচ্ছাকৃতভাবে দাঙ্গায় জড়িয়ে পড়েছে, তাদের শত্রু নয় বরং প্রতারিত ব্যক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ইরানের শাসন-ব্যবস্থায় তাদের প্রতি ‘নমনীয় আচরণ’ করা হবে এবং আত্মসমর্পণের জন্য তাদের ‘সর্বোচ্চ ৩ দিন সময়’ দেয়া হয়েছে।
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্য করে কোনো হামলা হলে তা ‘পূর্ণমাত্রার যুদ্ধ’ হিসেবে বিবেচিত হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
স্থানীয় সময় রোববার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় ইরানের প্রেসিডেন্ট এ হুঁশিয়ারি দেন।
একই সঙ্গে পেজেশকিয়ান বলেন, গত দুই সপ্তাহের রক্তক্ষয়ী বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও শত্রুতার বড় ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, ইরানিদের জীবনে বর্তমানে যে আর্থিক কষ্ট এবং দুরবস্থা দেখা যাচ্ছে, তার অন্যতম প্রধান কারণ হলো মার্কিন সরকার ও তাদের মিত্রদের দীর্ঘদিনের শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞা।
এর আগে, গেল শনিবার (১৭ জানুয়ারি) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ৩৭ বছরের শাসনের অবসানের আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে’।




Comments