Image description

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণে চীনা নাগরিকসহ সাতজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জনের বেশি মানুষ। 

সোমবার তালেবানের কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজধানীর শার-ই-নাও এলাকায় বিস্ফোরণ ঘটেছে। এলাকাটি বিদেশিদের বসবাসের জন্য পরিচিত এবং কাবুলের অন্যতম নিরাপদ অঞ্চল বলে বিবেচিত।

নিহতদের মধ্যে একজন চীনা নাগরিক রয়েছেন। শাহর-ই-নও এলাকার একটি চীনা রেস্টুরেন্টে এই বিস্ফোরণ ঘটেছে। এলাকাটিকে শহরের সবচেয়ে সুরক্ষিত হিসেবে বিবেচনা করা হয়। পর্যটক ও বিদেশি কূটনীতিকদের বসবাস রয়েছে সেখানে। 

কাবুলে একটি হাসপাতাল পরিচালনার কাজে নিয়োজিত ইতালীয় সংস্থা এনজিও ইমার্জেন্সির এক বিবৃতিতে বলেছে, সোমবার বিকেলে শার-ই-নাও এলাকায় হাসপাতালের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের পর সেখান থেকে অন্তত ২০ জনকে কাবুলে ইমার্জেন্সি সার্জিক্যাল সেন্টারে নেওয়া হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার আগেই সাতজন মারা গেছেন।

২০২১ সালে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতায় আসে দেশটির সশস্ত্রগোষ্ঠী তালেবান। দেশটির এই গোষ্ঠী ক্ষমতায় ফেরার পর থেকে কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা তুলনামূলক কমেছে।

তবে দেশটিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী সক্রিয় রয়েছে এবং তারা মাঝেমধ্যে হামলা চালাচ্ছে। ২০২৫ সালে আফগানিস্তানে দুটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।

সূত্র: এএফপি, রয়টার্স।