প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এবারের জাতীয় নির্বাচনের তারিখ নিশ্চিতভাবে ১২ ফেব্রুয়ারি। তিনি বলেন, এই নির্বাচন হবে ফ্রি, ফেয়ার ও ফেস্টিভ, এবং রেকর্ড পরিমাণ ভোটার অংশগ্রহণ করবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, কিছু ব্যক্তি ফেসবুক ও ইউটিউবে বিভ্রান্তি ছড়াচ্ছে, তবে তাদের অতীত সম্পর্কে প্রশাসন অবগত।
চট্টগ্রামের সলিমপুরে র্যাব কর্মকর্তার নিহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করে সব অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ করা হবে। তিনি বলেন, নিহতের ঘটনায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করা হবে।
প্রেস সচিব জানান, রাজস্ব আদায়কে আরও কার্যকর করতে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি আলাদা প্রশাসনিক বিভাগ গঠন করা হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে এই দুটি বিভাগ আলাদাভাবে কার্যক্রম শুরু করবে।
এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করা হয়েছে। দেশে চারটি নতুন থানা স্থাপন করা হয়েছে এবং ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার বানান সংশোধন করে ভুল্লী নামকরণ করা হয়েছে।
উপ-প্রেস সচিব আজাদ মজুমদার জানান, নির্বাচনের প্রতিটি কেন্দ্রে **সিসি ক্যামেরা স্থাপন করা হবে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ২১ হাজার ৯৪৬টি কেন্দ্রে বিশেষ বরাদ্দে প্রায় ৭১ কোটি টাকা খরচ করে ছয়টি করে ক্যামেরা সংযোগ করা হবে। কিছু জেলায় শতভাগ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, এবং গাজীপুরে ৩১ জানুয়ারির মধ্যে সব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ক্যামেরা সংযোগ সম্পন্ন হবে। এছাড়া ২৯৯টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকায় সেখানে সৌরবিদ্যুৎ ও জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments