মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কমিটি: সভাপতি জাহিদ, সম্পাদক হৃদয়
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক ইনকিলাব-এর প্রতিনিধি মো. জাহিদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ভোরের ডাক-এর প্রতিনিধি হৃদয় হোসাইন নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক টাঙ্গাইল সমাচার-এর প্রতিনিধি মো. এরশাদ।
সোমবার (১৯ জানুয়ারি) সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয় এবং মঙ্গলবার (২০ জানুয়ারি) সাংবাদিক সমিতির অফিসিয়াল পেজে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
কমিটির অন্য পদাধিকারীরা হলেন- যুগ্ম-সম্পাদক ইশরাত জাহান ইশা (দৈনিক এশিয়া), সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসান ভূঁইয়া (চ্যানেল ২১), কোষাধ্যক্ষ সমাপ্তি খান (দৈনিক যায়যায়কাল), সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ (আজকের বাংলা), দপ্তর সম্পাদক আতিক মাহবুব তাঞ্জিম (আরটিভি অনলাইন), উপ-দপ্তর সম্পাদক তকী তাহমিদ ফরহাদ (দৈনিক কালের কণ্ঠ) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হৃদয় হোসাইন (দৈনিক দেশ বুলেটিন)।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- আবু বকর সিদ্দিক রবিন (স্বদেশ প্রতিদিন), ইমতিয়াজ আহমেদ ইমন (দৈনিক গণকণ্ঠ), মো. জিসান রহমান (প্রজন্ম কথা), সাজ্জাদুল ইসলাম সৈকত (দৈনিক দেশের কথা), সাজ্জাদ হোসাইন সোহান (জনতার খবর) এবং আবিদ ফেরদৌস মিয়া (রাইজিং বিডি)।
নবনির্বাচিত সভাপতি মো. জাহিদ হোসেন তাঁর প্রতিক্রিয়ায় ক্যাম্পাস সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখার অঙ্গীকার করেন। সাধারণ সম্পাদক হৃদয় হোসাইন বলেন, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার ভিত্তিতে কাজ করে মাভাবিপ্রবি সাংবাদিক সমিতিকে আরও গতিশীল এবং সক্রিয় সংগঠনে রূপান্তর করা হবে।
নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক এবং ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা আশা প্রকাশ করেন, এই কমিটির নেতৃত্বে মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ড দেশবাসীর সামনে তুলে ধরতে আরও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments