Image description

ঢাকার মিরপুরের ৬০ ফিট এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এই সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মাগরিবের নামাজের পর স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে জামায়াতের প্রায় ১৬ জন সদস্য আহত হন।

এছাড়া সংঘর্ষের সময় কয়েকজনকে মসজিদের ভেতরে আটকে রাখার অভিযোগও উঠেছে।

পুলিশের মিরপুর জোনের ডিসি মইনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, তবে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেখানে অবস্থান করছে।

মানবকণ্ঠ/আরআই