ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিব মার্ক রুটের পাঠানো বার্তার দুটি স্ক্রিনশট সামাজিক মাধ্যম ট্রুথে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে ম্যাক্রোঁ ও রুটকে সিরিযা, ইরানে নেওয়া পদক্ষেপে ট্রাম্পকে সমর্থন দিতে দেখা যায়। এছাড়া গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পকে সহযোগিতার ব্যাপারেও কথা বলেন নেটো মহাসচিব মার্ক রুট।
প্রথম ফাঁস করা বার্তায় দেখা যায়, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ট্রাম্পকে বন্ধু বলে লিখেছেন, সিরিয়ার ব্যাপারে আমরা সম্পূর্ণ একমত। ইরানের ব্যাপারে আমরা দুর্দান্ত কিছু করতে পারি। গ্রিনল্যান্ডে আপনি কী করছেন তা আমি বুঝতে পারছি না। আসুন আমরা দুর্দান্ত কিছু তৈরি করার চেষ্টা করি।
দ্বিতীয় বার্তায় তিনি লেখেন, আমি বৃহস্পতিবার বিকেলে প্যারিসে দাভোসের পর একটি জি-৭ বৈঠকের আয়োজন করতে পারি। প্রান্তে থাকা ইউক্রেনীয়, ডেনিশ, সিরিয়ান এবং রাশিয়ানদের আমন্ত্রণ জানাতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার আগে বৃহস্পতিবার প্যারিসে একসাথে ডিনার করুন।
এছাড়া ট্রাম্প আরো একটি স্ক্রিনশট শেয়ার করেছেন যেটিতে নেটো মহাসচিব মার্ক রুটের বার্তা ছিলো।
সেখানে রুট লিখেন, মিঃ প্রেসিডেন্ট , সিরিয়ায় আপনি যা অর্জন করেছেন তা অবিশ্বাস্য। দাভোসে আমার মিডিয়ার ব্যবহার করে সেখানে গাজায় এবং ইউক্রেনে আপনার কাজ তুলে ধরব। গ্রিনল্যান্ডে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। আপনার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনার, মার্ক।




Comments