ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন তোলেন।
পোস্টে শম্পা লেখেন, ‘রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি? শহীদ ওসমান হাদির বিচারের কত দেরি?’—এটি বাংলাদেশে যারা বিচারের জন্য লড়াই করেন, তাদের আজীবনের প্রশ্ন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও লেখেন, অতীতের দিকে তাকালে সাগর–রুনি হত্যাকাণ্ড কিংবা আবরার ফাহাদ হত্যার বিচার আজও সম্পূর্ণ হয়নি। একইভাবে এখন শহীদ ওসমান হাদির বিচার নিয়েও অনিশ্চয়তা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন শম্পা। তবে তিনি স্পষ্ট ভাষায় জানান, যত সময়ই লাগুক, তারা বিচার আদায় করেই ছাড়বেন।
হাদির স্ত্রী তার পোস্টে সতর্ক করে বলেন, এই হত্যার বিচার না হলে ভবিষ্যতে আর কেউ অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামবে না বা প্রতিবাদ করবে না। তিনি অভিযোগ করেন, ক্ষতিপূরণ বা অন্য সুবিধার প্রলোভন দেখিয়ে বিচার বন্ধ করার চেষ্টা হলে তা ব্যর্থ হবে। তার ভাষায়, শহীদ হাদি শুধু একটি পরিবারের নয়, তিনি পুরো বাংলাদেশের।
পোস্টের শেষাংশে শম্পা লেখেন, সরকার কী দিচ্ছে বা দিচ্ছে না—এসব বিষয়ে তার আগ্রহ নেই। তার একমাত্র দাবি, যে কোনো মূল্যে শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং তার ছেলে ফিরনাসের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা। এর বাইরে তার আর কোনো প্রত্যাশা নেই বলেও উল্লেখ করেন তিনি।
মানবকণ্ঠ/আরআই




Comments