ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং দলটির নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই) বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে নতুন বন্দোবস্তের নির্বাচন। আগামীর বাংলাদেশকে নতুনভাবে সাজাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় বরিশাল প্রেসক্লাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর সঙ্গে বরিশালের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেন, দেশ আজ নৈতিকতা ও সুশাসনের চরম সংকটে রয়েছে। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে ইসলামী আদর্শভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, জনগণের সমর্থন পেলে সংসদে গিয়ে বরিশাল অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার আদায়ে দৃঢ় ভূমিকা রাখবেন। এ অঞ্চলের সার্বিক উন্নয়ন, নদীভাঙন রোধ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সংস্কার এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করা হবে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি নির্বাচন, চলমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী রাজনীতির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। একই সঙ্গে তিনি স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী এসহাক মুহাম্মাদ আবুল খায়েরসহ বরিশাল মহানগর ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




Comments