Image description

নির্বাচনের আগমুহূর্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিধ্বংসী মওদুদিবাদী জামায়াতের জোট ত্যাগ করার সাহসী সিদ্ধান্ত নেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম চরমোনাইকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

বুধবার (২১ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, হেফাজতের পক্ষ থেকে সঠিক আকিদা বিশ্বাসী উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে কাজ করা হয়েছে। মওদুদিবাদী জামায়াতকে বাদ দিয়ে এক হওয়ার আহবান জানানো হয়েছে এবং ঈমান ও আকিদা ছাড়াই কারও সঙ্গে জোট না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথচলা তৈরি করতে পেরেছে, যা ইসলামি রাজনীতিতে হকপন্থীদের একক পথচলার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। জামায়াতের সঙ্গে থাকার কারণে ইসলামপন্থার বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকায় চরমোনাই পীরের এই সাহসী পদক্ষেপ তা অনেকটাই বন্ধ করেছে।

বিবৃতিতে হেফাজতের আমির স্পষ্ট করেন, আগামী নির্বাচনে হেফাজত কোনো দলের পক্ষে অবস্থান নেবে না। তিনি বলেন, জনগণ নিরেট ইসলামপন্থাকে গ্রহণকারী প্রার্থীদের ভোট দেবে। যারা ইসলামের নামে মওদুদিবাদ ও ভ্রান্ত আকিদা পোষণ করে, তাদের ভোট না দেওয়ার আহবান জানান। এছাড়া, আগামী নির্বাচনে উলামায়ে দেওবন্দসহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল অনুসারী একসাথে পথ চলবেন, বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মানবকণ্ঠ/আরআই