চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস জাভেদের দাফন সম্পন্ন হয়েছে। উত্তরার ১২ নম্বর সেক্টরে দ্বিতীয় জানাজা শেষে সেখানকার কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
এর আগে বুধবার বাদ আসর এফডিসিতে অভিনেতা জাভেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন তারকা শিল্পী, অভিনেতা ও চলচ্চিত্রাঙ্গনের সহকর্মীরা। তারা মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন এবং স্মৃতিচারণ ও শোক প্রকাশ করেন। পরে মরদেহ উত্তরায় নেওয়া হয়, যেখানে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা ১৫ মিনিটে উত্তরায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইলিয়াস জাভেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সত্তর ও আশির দশকে দাপটের সঙ্গে বাংলা সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি।
১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত উর্দু ছবি ‘নয়া জিন্দেগি’ দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক হয়। এরপর প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেন এই বরেণ্য অভিনেতা। নব্বই দশক পর্যন্ত তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের নিয়মিত মুখ।
ইলিয়াস জাভেদের প্রকৃত নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রজগতে তার পথচলা শুরু হলেও পরবর্তীতে অভিনয়েই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। ‘নিশান’সহ বেশ কয়েকটি সিনেমায় তার অভিনয় দর্শকমহলে বিশেষভাবে প্রশংসিত হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments