Image description

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে দলের রাজনৈতিক উপদেষ্টা ও মুখপাত্র মাহাদী আমীন জানান, তারেক রহমান রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন। সেখানে তিনি গভীর রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এক নির্বাচনী সমাবেশে অংশ নেবেন।

সিলেট সফর শেষে তারেক রহমান পর্যায়ক্রমে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকাসংলগ্ন স্থান এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।

মাহাদী আমীন বলেন, এসব কর্মসূচি শেষে বিএনপি চেয়ারম্যান প্রতিদিন গভীর রাতে গুলশানের বাসভবনে ফিরে যাবেন। তিনি আরও জানান, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন ও গণঅভ্যুত্থানে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ত্যাগের স্বীকৃতি হিসেবে তারেক রহমান প্রতিটি সফরে ত্যাগী ও সংগ্রামী নেতাদের পর্যায়ক্রমে সফরসঙ্গী হিসেবে যুক্ত করছেন।

সিলেট সফরে তারেক রহমানের সঙ্গে রয়েছেন আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ইয়াসীন ফেরদৌস মুরাদ ও রাকিবুল ইসলাম রাকিবসহ বেশ কয়েকজন তরুণ ও ত্যাগী নেতা। সামনের সফরগুলোতে আরও নেতাকর্মী যুক্ত হবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের রাজনীতিতে বড় কর্মসূচি বা নির্বাচনী প্রচারণা শুরুর আগে সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের একটি ঐতিহ্য রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই সফর তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দলের সাংগঠনিক শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে।

মানবকণ্ঠ/আরআই