চলমান বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল সিলেট টাইটান্স। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ১২ রানে হেরে বিদায় নিতে হয় দলটিকে। মাঠের হারের রেশ কাটতে না কাটতেই এবার ফিক্সিংয়ের গুরুতর অভিযোগে আলোচনার কেন্দ্রে সিলেট টাইটান্স।
ফ্র্যাঞ্চাইজিটির সদ্য সাবেক উপদেষ্টা ফাহিম আল চৌধুরী সিলেটের এক ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ তুলেছেন। বুধবার (২১ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক ফেসবুক লাইভে তিনি এ অভিযোগ করেন।
লাইভে ফাহিম চৌধুরী দাবি করেন, ম্যাচে অংশ নেওয়া একজন ক্রিকেটার নিজেকে “বিক্রি করে দিয়েছেন” এবং তার কাছে এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ রয়েছে। তিনি বলেন, ওই ক্রিকেটার সিলেট টাইটান্সের সঙ্গে প্রতারণা করেছেন এবং সিলেটবাসীর আবেগের সঙ্গে নিষ্ঠুরভাবে বিশ্বাসঘাতকতা করেছেন।
ফাহিম আরও বলেন, চাইলে ওই ক্রিকেটার ব্যক্তিগত প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগ করতে পারতেন। কিন্তু ফিক্সিংয়ের পথ বেছে নেওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। বিষয়টি এখানেই শেষ হবে না জানিয়ে তিনি গভীর তদন্তের ঘোষণা দেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান।
তবে অভিযোগ তুললেও অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ করেননি তিনি। দলে থাকা কোনো একজনের দিকেই তার অভিযোগের তীর। উল্লেখ্য, চলতি বিপিএলে আগেও একাধিক বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনায় পড়েছিলেন ফাহিম চৌধুরী। এবার তার এই বিস্ফোরক অভিযোগ নতুন করে প্রশ্ন তুলেছে টুর্নামেন্টের স্বচ্ছতা নিয়ে।
মানবকণ্ঠ/আরআই




Comments