নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট দল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
আসিফ নজরুল বলেন, “ভারতে খেলার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি আছে। এটি কোনো অনুমান বা ধারণা নয়, বরং সত্যিকারের নিরাপত্তাজনিত উদ্বেগের ফল। আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধও মানেনি এবং সুবিচার করেনি। তাই আমাদের অবস্থান পরিবর্তনযোগ্য নয়।”
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও নিশ্চিত করেছেন, বাংলাদেশ এখন বিকল্প ভেন্যুতে বিশ্বকাপ খেলার জন্য লড়াই চালাবে এবং শ্রীলঙ্কাতে ম্যাচ আয়োজনের চেষ্টা করবে। তিনি আরও বলেন, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা কেবল নিরাপত্তাজনিত সিদ্ধান্তের ফল, এটি কোনো খেলোয়াড়ের ইনজুরি বা স্বেচ্ছা পদক্ষেপ ছিল না।
বাংলাদেশ দলের এই সিদ্ধান্তে বোঝানো হয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা সর্বোচ্চ প্রাধান্য পাবে এবং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ও আয়োজকদের নিরাপত্তা বিষয়ক দায়িত্বশীলতার প্রয়োজন রয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments