Image description

চলতি সপ্তাহে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৮০০ ডলার ছাড়ালেও বৃহস্পতিবার বিশ্ববাজারে কিছুটা কমেছে মূল্যবান ধাতুটির দাম। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে তুলনামূলক নমনীয় অবস্থান নেওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ ছেড়ে ঝুঁকিপূর্ণ খাতে ঝুঁকতে শুরু করেন, যার প্রভাব পড়ে সোনার দামে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৭ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ০ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৮২৪ দশমিক ১৮ ডলারে। দিনের শুরুতে দাম প্রায় ১ শতাংশ পর্যন্ত নেমে গিয়েছিল। একই সময়ে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ০ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৮২৬ ডলারে লেনদেন হয়।

চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম ১২ শতাংশের বেশি বেড়েছে। এর আগে বুধবার (২১ জানুয়ারি) সোনার দাম সর্বোচ্চ প্রতি আউন্স ৪ হাজার ৮৮৭ দশমিক ৮২ ডলারে পৌঁছে নতুন রেকর্ড গড়ে।

অ্যাকটিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়ায় নিরাপদ আশ্রয় হিসেবে সোনার চাহিদা কিছুটা কমেছে। পাশাপাশি মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানও সোনার দামের ওপর চাপ সৃষ্টি করছে। তবে হেরাউস প্রেশাস মেটালসের গ্লোবাল হেড অব ট্রেডিং হেনরিক মার্কস মনে করেন, দীর্ঘমেয়াদে সোনার দামের প্রবণতা এখনো ঊর্ধ্বমুখী।

অন্যদিকে, অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৯৩ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম বেড়ে হয়েছে প্রতি আউন্স ২ হাজার ৪৮৪ দশমিক ৭৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ১ হাজার ৮৬০ দশমিক ৫৪ ডলারে।

এদিকে দেশের বাজারে বৃহস্পতিবার প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের সোনার ভরি ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।

মানবকণ্ঠ/আরআই