মার্কিন ধনকুবের ইলন মাস্ক কৌতুক করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের গঠিত তথাকথিত ‘শান্তি বোর্ড’-এর নাম শান্তি না হয়ে টুকরো হওয়াই বেশি মানানসই। তিনি বলেন, “আমি যখন শান্তি সম্মেলনের কথা শুনলাম, তখন ভাবলাম এটা কি সত্যিই শান্তি, নাকি গ্রিনল্যান্ডের একটা ছোট টুকরো, কিংবা ভেনেজুয়েলার কোনো অংশ?” খবর এনডিটিভির।
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) একটি প্যানেল আলোচনায় ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্কের সঙ্গে অংশ নিয়ে ট্রাম্পের শান্তি পর্ষদকে ইঙ্গিত করে এই মন্তব্য করেন মাস্ক। তার বক্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে মৃদু হাসির সৃষ্টি হয়। পরে তিনি যোগ করেন, “আমরা তো কেবল শান্তিই চাই।”
ট্রাম্পের নেতৃত্বে গঠিত এই শান্তি পর্ষদ মূলত গাজা যুদ্ধবিরতির পরিকল্পনা তদারকির জন্য একটি ছোট পরিসরের উদ্যোগ হিসেবে ভাবা হয়েছিল। তবে পরবর্তীতে ট্রাম্প প্রশাসন এটিকে আরও বিস্তৃত করার ইঙ্গিত দিয়েছে। ইতোমধ্যে ডজনখানেক দেশকে এতে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতাকারী ভূমিকা পালনের সম্ভাবনার কথাও বলা হয়েছে।
ইলন মাস্ক সাধারণত ট্রাম্পের মিত্র হিসেবেই পরিচিত। যদিও গত এক বছরে তাদের সম্পর্কে টানাপোড়েন, প্রকাশ্য মতবিরোধ এবং পরে পুনর্মিলনের ঘটনাও ঘটেছে। এমন প্রেক্ষাপটে মাস্কের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
প্যানেল আলোচনায় মাস্ক প্রযুক্তির ভবিষ্যৎ নিয়েও কথা বলেন। তিনি বলেন, রোবট ভবিষ্যতে সমাজব্যবস্থায় বড় পরিবর্তন আনবে এবং মানুষের কাজের প্রয়োজনীয়তা কমিয়ে মানবজাতির জীবনমান উন্নত করবে। এক সময় রোবটই নতুন রোবট তৈরি করবে বলেও মন্তব্য করেন তিনি।
মাস্কের মতে, ভবিষ্যতে পণ্য ও সেবার কোনো ঘাটতি থাকবে না, কারণ মানুষের তুলনায় রোবটের সংখ্যা হবে বেশি। এমনকি পৃথিবীর প্রতিটি মানুষ তার পরিবার বিশেষ করে বয়স্ক বাবা-মা বা সন্তানদের দেখাশোনার জন্য একটি করে রোবট চাইবে। তিনি জানান, আগামী বছরের শেষ নাগাদ টেসলা জনসাধারণের জন্য রোবট বিক্রি শুরু করতে পারে।
মানবকণ্ঠ/আরআই




Comments