ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বড় রাজনৈতিক জোটগুলো যখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত, তখন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটকে ঘিরে একটি প্রশ্ন সামনে এসেছে এই জোটের প্রধানমন্ত্রী প্রার্থী কে?
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সাধারণত একটি দল বা জোট একজন শীর্ষ নেতাকে সামনে রেখে প্রচারণা চালায়। বিএনপি নেতৃত্বাধীন জোটে যেমন নেতৃত্বের প্রতীক হিসেবে সামনে রয়েছেন তারেক রহমান। কিন্তু জামায়াতসহ ১০ দলীয় জোটে তেমন কোনো একক নেতৃত্ব বা প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করা হয়নি।
২২ ডিসেম্বর থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার পর প্রায় দুই হাজার প্রার্থী মাঠে নেমেছেন। ধারণা করা হচ্ছে, মূল লড়াই হবে দুটি বড় রাজনৈতিক পক্ষের মধ্যে একদিকে বিএনপি ও তাদের মিত্র দলগুলো। অন্যদিকে জামায়াত ও সমঝোতায় আসা শরিক দলগুলো
তবে বিএনপি জোটের মতো এই জোটে স্পষ্ট কোনো নেতৃত্ব কাঠামো চোখে পড়ছে না। বরং জোটটি চলছে ‘যৌথ নেতৃত্ব’-এর ভিত্তিতে।
এই ১০ দলীয় জোটে থাকা দলগুলো হলো
ইসলামপন্থি দল (৫টি):
জামায়াতে ইসলামী
বাংলাদেশ খেলাফত মজলিস
খেলাফত মজলিস
নেজামে ইসলাম পার্টি
বাংলাদেশ খেলাফত আন্দোলন
অন্যান্য রাজনৈতিক দল (৫টি):
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এত বৈচিত্র্যময় দলের সমন্বয়ে গঠিত এই জোটের আদর্শিক ভিত্তি, লক্ষ্য ও ভবিষ্যৎ রূপরেখা এখনো স্পষ্ট নয়। কোন নীতির ভিত্তিতে ঐক্য, জোটের মূল উদ্দেশ্য কী, কিংবা রাষ্ট্র পরিচালনার বিষয়ে তাদের সম্মিলিত অবস্থান কী—এসব প্রশ্নের উত্তর এখনো অস্পষ্টই রয়ে গেছে।
ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে—এই জোট যদি ক্ষমতায় আসে, তবে নেতৃত্ব দেবেন কে?
মানবকণ্ঠ/আরআই




Comments