Image description

গাজীপুর-২ আসনে ১০ দলীয় জোটভুক্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শাপলা কলি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আলী নাছের খান বলেছেন, “গাজীপুর-২ আসনে কোনো গডফাদারের জন্ম হতে দেওয়া হবে না। চাঁদাবাজি, সন্ত্রাস ও ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।”

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দারাবাদ এলাকায় আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলী নাছের খান জোটের ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, “জামায়াত মানে এনসিপি, এনসিপি মানে জামায়াত। শাপলা কলি মানেই দাঁড়িপাল্লা, আর দাঁড়িপাল্লা মানেই শাপলা কলি। এই নির্বাচন শুধু একটি আসনের নয়, বরং সারাদেশের মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। বিজয়ের জন্য জনগণকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, এখন সামনে থাকা ২০ দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “ভোটাররা লম্বা ইশতেহার বা বড় বড় প্রতিশ্রুতি চান না; তারা চান নিরাপত্তা, সততা এবং দুর্নীতিমুক্ত নেতৃত্ব। শহীদ ওসমান হাদির আদর্শে রাজনীতি করলে জনগণ অবশ্যই আমাদের পাশে থাকবে। আমরা অতীতে হাসিনার সঙ্গে আপোষ করিনি, দিল্লির সঙ্গেও আপোষ করিনি। সুতরাং চাঁদাবাজ-সন্ত্রাসীদের দুই আনার দাম দেওয়ার সময় আমাদের নেই।”

বক্তব্যে তিনি ১০ দলীয় জোটের শরিক দলগুলোর প্রশংসা করে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফতে মজলিসসহ জোটের সব দল আজ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আল্লাহর ওপর ভরসা করে আমরা ব্যালটের লড়াইয়ে নেমেছি। আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।”

মানবকণ্ঠ/ডিআর