হাসিনা ভারতে নিরাপদে থাকতে পারলে, ক্রিকেটাররাও নিরাপত্তা পাবে: মনোজ তিওয়ারি
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতে না খেলার সিদ্ধান্ত নিয়ে বিসিবির সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি। ভারতের হয়ে ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটার ভারতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখছেন না দাবি করে বলেছেন, ভারতে শেখ হাসিনা নিরাপদে থাকতে পারলে ক্রিকেটাররা কেন পারবে না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমালোচনা করে মনোজ আরও মন্তব্য করেছেন, নিরাপত্তার অজুহাত দেখিয়ে নেওয়া বাংলাদেশের এই সিদ্ধান্তের পেছনে রাজনীতির হস্তক্ষেপ স্পষ্ট।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি জানান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে নিরাপদে অবস্থান করছেন। তাহলে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে কেন-সে বিষয়টি তাঁর কাছে বোধগম্য নয়।
মনোজ তিওয়ারির ভাষ্য, ‘তাদের দেশে রাজনীতি ঢুকে পড়েছে এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা বোর্ডের সঙ্গে গভীরভাবে জড়িত হয়ে পড়েছেন। সেই কারণেই এ ধরনের সিদ্ধান্ত সামনে আসছে। নিরাপত্তার কথা যদি বলা হয়, তাহলে শেখ হাসিনাও তো সেখানে হওয়া বিক্ষোভের পর আমাদের দেশে এসেছেন এবং তিনি এখানে নিরাপদ আছেন, তাই না? আমাদের দেশের কেন্দ্রীয় সরকার তাঁকে ভালো নিরাপত্তা দিয়েছে এবং আশ্রয় দিয়েছে। যদি কোনও দেশের প্রধানমন্ত্রী এখানে নিরাপদে থাকতে পারেন, তাহলে খেলোয়াড়রাও নিশ্চয়ই নিরাপত্তা পাবেন।’
৪০ বছর বয়সী এই ক্রিকেটার আরও বলেন, এই সিদ্ধান্ত(বয়কটের) বিসিবির নিজস্ব নয়। তাঁর দাবি, বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় সরাসরি এতে হস্তক্ষেপ করেছে। তিওয়ারির মতে, অধিকাংশ দেশে ক্রিকেট বোর্ড স্বায়ত্তশাসিত হলেও বাংলাদেশে রাজনীতি সরাসরি খেলাধুলার সিদ্ধান্তে প্রভাব ফেলছে।
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। বিসিবি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে অন্য দেশে সরিয়ে নেওয়ার আবেদন করেছিল। আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, নির্ধারিত সূচি অনুযায়ী খেলতে হবে, নতুবা সরে দাঁড়াতে হবে। বিকল্প হিসেবে অন্য দল সুযোগ পাবে।




Comments