Image description

অনুষ্ঠান চলাকালে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। দর্শকসারির কয়েকজন পুরুষ তার সঙ্গে অশালীন আচরণ করেন বলে দাবি করেছেন তিনি।

সম্প্রতি ভারতের হরিয়ানার করনালে একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়ে সেই দিয়ে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন মৌনী।

তিনি লেখেন, মঞ্চে ওঠার সময় ছবি তোলার অজুহাতে কয়েকজন পুরুষ তার কোমরে হাত দেন। আমি যখন বলি, ‘স্যার, দয়া করে হাত সরান’, তখন তারা সেটা ভালোভাবে নেয়নি। তাদের মধ্যে দু’জন ছিলেন প্রায় আমার দাদুর বয়সী।

বিষয়টি নিয়ে আপত্তি জানালে উল্টো বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হয় তাকে। অভিনেত্রীর অভিযোগ, ‘মঞ্চে ওঠার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। সামনে দাঁড়িয়ে থাকা দু’জন ব্যক্তি অশ্লীল মন্তব্য, অশালীন অঙ্গভঙ্গি এবং কটূক্তি করতে থাকেন। প্রথমে তিনি ভদ্রভাবে তাদের থামাতে ইশারা করেন। কিন্তু তাতেও কাজ না হওয়ায় তারা তার দিকে গোলাপ ফুল ছুড়ে মারতে শুরু করে। এছাড়া মঞ্চটি উঁচুতে ছিল এবং ওই ব্যক্তিরা নিচ থেকে অশালীন অ্যাঙ্গেলে ভিডিও করছিলেন।’

তিনি আরও জানান, মাঝপথে অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেও পরে আবার ফিরে এসে পারফরম্যান্স শেষ করেন। তবে এরপরও ওই ব্যক্তিরা থামেননি। সবচেয়ে হতাশাজনক বিষয় হলো আয়োজক বা উপস্থিত কোনো পরিবার তাদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেননি।

এই ঘটনায় গভীরভাবে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত বলে জানান মৌনী। তার কথায়, ‘আমার মতো একজন প্রতিষ্ঠিত শিল্পীকে যদি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে নতুন মেয়েরা কী অবস্থার মধ্যে দিয়ে যায়, তা কল্পনাও করা যায় না। আমি অপমানিত ও মানসিকভাবে বিপর্যস্ত। এই অগ্রহণযোগ্য আচরণের বিরুদ্ধে কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।”

তিনি লেখেন, ‘শিল্পীরা সৎভাবে নিজেদের কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। এই মানুষগুলো যদি নিজের মেয়েদের বা পরিবারের নারীদের সঙ্গে এমন আচরণ হতে দেখত, তাহলে কী করত? আমি আমার দেশ, মানুষ আর সংস্কৃতিকে ভালোবাসি। কিন্তু আমার সঙ্গে এম আচরণ কেনো। পুরোপুরি ভাষা হারিয়ে ফেলেছি।’