Image description

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক জোট-পাল্টা জোট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। শনিবার বিকেলে সোনারং আমতলি মাদ্রাসা মাঠে মুন্সীগঞ্জ-২ আসনের দলীয় প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের সমর্থনে এই সভা অনুষ্ঠিত হয়।

চরমোনাই পীর তাঁর বক্তব্যে অভিযোগ করেন যে, জুলাই অভ্যুত্থানের পর একটি নির্দিষ্ট গোষ্ঠী এককভাবে ক্ষমতায় যাওয়ার ‘রঙিন স্বপ্ন’ দেখতে শুরু করেছে। তিনি দাবি করেন, যারা ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে রাজনীতি করছে, তারা আসলে শরীয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনা করতে আগ্রহী নয়। বরং তারা গোপনে বিদেশি শক্তির সাথে, বিশেষ করে আমেরিকার সাথে বৈঠক করে দেশ ও ইসলামের স্বার্থবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, এই সুবিধাবাদী গোষ্ঠী এখন রাজনৈতিকভাবে একা হয়ে পড়েছে, কারণ ইসলামপ্রিয় জনতা তাদের ত্যাগ করে ইসলামী আন্দোলনের পতাকাতলে সমবেত হচ্ছে।

নির্বাচনী কৌশল নিয়ে ক্ষোভ প্রকাশ করে মুফতি রেজাউল করীম বলেন, অন্যান্য ইসলামী দলগুলোর প্রভাবশালী নেতাদের আসনে প্রার্থী না দিয়ে তাদের ‘আটকে দেওয়া’ হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩০০ আসনের প্রার্থীর বিরুদ্ধে তারা শক্ত অবস্থান নিয়েছে। এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ হলেও ইসলামী আন্দোলন পিছু হটবে না বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। জনসভার শেষে তিনি মুন্সীগঞ্জ-২ আসনের প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের পক্ষে হাতপাখা মার্কায় ভোট প্রার্থনা করেন এবং দেশপ্রেমিক জনতাকে সজাগ থাকার আহ্বান জানান।