Image description

স্মরণকালের অন্যতম ভয়াবহ শীতকালীন ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। এর কবলে বিভিন্ন অঞ্চলে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় বাসিন্দাদের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাতিল হয়েছে কয়েক’শ ফ্লাইট, বিদ্যুৎ বিভ্রাটে বিঘ্ন ঘটছে দৈনন্দিন কাজে।

আর্কটিক শীতল বায়ুপ্রবাহের কারণে কয়েকদিন ধরে তাপমাত্রা বিপজ্জনকভাবে কমতে পারে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল পর্যন্ত একই ধরনের আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

নিউইয়র্ক সিটিতে উল্লেখযোগ্য সংখ্যক ভাসমান মানুষের বাস। মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, পাঁচজনের মৃতদেহ পাওয়া গেছে। তারা তীব্র শীতের কারণে মারা গেছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। 

টেক্সাসের কর্তৃপক্ষ তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। লুইজিয়ানায় হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া) দুজন মারা গেছেন বলে জানিয়েছে অঙ্গরাজ্যটির স্বাস্থ্য বিভাগ।

যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার রাত পর্যন্ত ৮ লাখ ৪০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন। বেশিরভাগ দক্ষিণাঞ্চলের বাসিন্দা। টেনেসি অঙ্গরাজ্যে বরফের স্তরের কারণে বিদ্যুৎ লাইনের ক্ষতি হওয়ায় ৩ লাখের বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। একইভাবে লুইজিয়ানা, মিসিসিপি ও জর্জিয়ায় কয়েক লাখ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।

টেক্সাস থেকে নর্থ ক্যারোলাইনা ও নিউইয়র্ক পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ বিপজ্জনক পরিস্থিতির কারণে বাসিন্দাদের ঘরে থাকার অনুরোধ জানিয়েছে। টেক্সাসের জরুরি পরিস্থিতি ব্যবস্থাপনা বিভাগ এক্সে দেওয়া পোস্টে লিখেছে, ‘একান্ত প্রয়োজন না হলে রাস্তায় বের হবেন না।’