Image description

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ দল। পাশাপাশি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপ কাভার করতে আবেদন করা বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন আবেদনও প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সন্ধ্যায় পাঠানো এক ই-মেইলে বাংলাদেশি সাংবাদিকদের তাদের আবেদন বাতিলের বিষয়টি জানিয়ে দেয় আইসিসি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে প্রায় এক শর কাছাকাছি বাংলাদেশি সাংবাদিক আবেদন করেছিলেন।

ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার সিদ্ধান্তের পর বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বাদ পড়ে। এর পরপরই বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন আবেদন বাতিল করে আইসিসি। এর আগে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর বিসিবি সভাপতি ও ক্রীড়া উপদেষ্টা ভারতে দায়িত্ব পালনে যাওয়া বাংলাদেশি সাংবাদিকদের নিরাপত্তা ইস্যু একাধিকবার সামনে এনেছিলেন।

একসঙ্গে বিপুলসংখ্যক আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় বিস্মিত ও হতাশ বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকেরা। এ বিষয়ে আইসিসির মিডিয়া বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দীর্ঘদিন ধরে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে বাংলাদেশ দলের সাধারণ দ্বিপক্ষীয় সিরিজও কাভার করে আসছেন দেশের সাংবাদিকেরা। অথচ এবার পাশের দেশেই অনুষ্ঠিত হতে যাওয়া একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করার সুযোগ থেকে বঞ্চিত হলেন বাংলাদেশি সংবাদমাধ্যমকর্মীরা।

মানবকণ্ঠ/আরআই