Image description

সময়ের স্রোত বয়ে চলে নিরন্তর। সেই স্রোতে ভেসে যাওয়া দিনগুলোর মধ্য থেকেই কিছু ঘটনা ইতিহাসে স্থায়ী জায়গা করে নেয়। কোনোটি বিজয়ের, কোনোটি বিয়োগান্তক, আবার কোনোটি নতুন যুগের সূচনার। আজ ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা এবং বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুর সংক্ষিপ্ত খতিয়ান।

উল্লেখযোগ্য ঘটনাবলি

  • ১৫২৮: মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর রণকৌশলে জয়ী হয়ে গুরুত্বপূর্ণ চান্দেরি দুর্গ দখল করেন।

  • ১৫৯৫: কালজয়ী ইংরেজ নাট্যকার উইলিয়াম শেকসপিয়ারের অমর ট্র্যাজেডি ‘রোমিও ও জুলিয়েট’ প্রথম মঞ্চস্থ হয় বলে ধারণা করা হয়।

  • ১৬১৩: বিশ্বখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি প্রথমবারের মতো ‘নেপচুন’ গ্রহ পর্যবেক্ষণ করেন।

  • ১৭৮০: জেমস অগাস্টাস হিকির সম্পাদনায় ভারতের প্রথম ইংরেজি সাপ্তাহিক সংবাদপত্র ‘বেঙ্গল গেজেট’ কলকাতা থেকে প্রকাশিত হয়।

  • ১৮২০: চতুর্থ জর্জ ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন।

  • ১৮৪৫: প্রখ্যাত মার্কিন সাহিত্যিক এডগার অ্যালান পো-র জগদ্বিখ্যাত কবিতা ‘দ্য র‍্যাভেন’ (The Raven) প্রথম প্রকাশিত হয়।

  • ১৮৬১: ক্যানসাস যুক্তরাষ্ট্রের ৩৪তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে।

  • ১৯১৯: ব্রিটিশ ভারতে বিপ্লবী কর্মকাণ্ড দমনের লক্ষ্যে কুখ্যাত ‘সন্ত্রাসমূলক ও বৈপ্লবিক অপরাধ আইন’ (রাউলাট আইন) প্রণয়ন করা হয়।

  • ১৯৯২: ভারত ও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

  • ১৯৯৬: ইতালির ভেনিসে অবস্থিত ঐতিহাসিক অপেরা হাউস ‘লা-ফেনিস’ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

  • ১৯৯৬: বাংলাদেশের রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক হাজার দোকান ও বিপুল সম্পদ ভস্মীভূত হয়।

জন্মদিন

  • ১৮৪৩: উইলিয়াম ম্যাকিন্‌লি, যুক্তরাষ্ট্রের ২৫তম প্রেসিডেন্ট।

  • ১৮৬০: আন্তন পাভলোভিচ চেখভ, বিশ্ববিখ্যাত রুশ নাট্যকার ও ছোটগল্পকার।

  • ১৮৯০: ড. সুশীল কুমার দে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা শিক্ষক ও গবেষক।

  • ১৯২৬: ড. আব্দুস সালাম, নোবেলজয়ী পাকিস্তানি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।

  • ১৯৫৪: ওপ্রাহ উইনফ্রে, বিশ্বখ্যাত মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব ও সমাজসেবী।

  • ১৯৭৯: অ্যান্ড্রু কিগান, জনপ্রিয় আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

মৃত্যুবার্ষিকী

  • ১৮২০: ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জ।

  • ১৯৩৪: ফ্রিটজ হাবার, নোবেলজয়ী জার্মান রসায়নবিদ (যাকে রাসায়নিক যুদ্ধের জনক বলা হয়)।

  • ১৯৩৭: আলেকজান্ডার পুশকিন, আধুনিক রুশ সাহিত্যের জনক ও অমর কবি।

  • ১৯৬৩: রবার্ট ফ্রস্ট, কালজয়ী মার্কিন কবি।

  • ১৯৭৬: অচিন্ত্যকুমার সেনগুপ্ত, আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক ও কবি।

  • ২০১৪: রবার্ট রেসনিক, প্রখ্যাত মার্কিন পদার্থবিদ ও বিখ্যাত পাঠ্যপুস্তক লেখক।

  • ২০২০: আল্লামা আযহার আলী আনোয়ার শাহ, বাংলাদেশের বিশিষ্ট ইসলামি পণ্ডিত ও শিক্ষাবিদ।

ইতিহাস আমাদের শেখায় অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে পথ চলতে। আজকের এই দিনটি সবার জন্য মঙ্গলময় হোক।