Image description

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা রাজনীতি করে ব্যবসা করি না। বাপের জমিজমা বিক্রি করে রাজনীতি করি। যা ছিল, তার অর্ধেক শেষ। এটাই আমার শেষ নির্বাচন আপনারা আমাকে সুযোগ দেবেন।” বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ের সালন্দর ইউনিয়নের কালীতলা এলাকায় নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি ভিক্ষা বা দয়ার রাজনীতিতে বিশ্বাস করে না, তারা কাজ করে বাঁচতে চায়। তিনি বলেন, শুধু এমএ বা বিএ পাস করলেই চাকরি মিলছে না, তাই যুবকদের কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিদেশে গিয়ে কাজ করার সুযোগ তৈরি করতে হবে। এতে ব্যক্তি ও দেশের উন্নয়ন সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে তারা এসব কথা বলতে পারেননি। এই সময়ে দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন ও মামলা হয়েছে। এখন সংগঠন গড়ে তুলে মানুষের জন্য কাজ করতে চান বলে জানান তিনি। কৃষিপণ্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণ এবং নারীদের জন্য কুটির শিল্প প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন বিএনপি মহাসচিব।

নিজের এলাকার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও তার জন্মস্থান। তার বাবা, তিনি নিজে ও তার ছোট ভাই পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তবে আওয়ামী লীগ সরকারের সময়ে চেয়ারম্যান থাকা সত্ত্বেও তার ছোট ভাই কোনো বরাদ্দ পাননি, ফলে উন্নয়ন কাজ করা সম্ভব হয়নি। সরকার পরিবর্তনের পর শহরের সড়ক উন্নয়নের কাজ শুরু হয়েছে বলেও তিনি জানান।

পথসভায় স্থানীয় নারীরা টাকার মালা পরিয়ে দিলে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। তিনি স্মৃতিচারণ করে বলেন, ২০০১ সালের নির্বাচনে এলাকার নারীরা মুরগির ডিম ও মুরগি বিক্রি করে তাকে নির্বাচনি খরচের টাকা দিয়েছিলেন। তিনি জানান, ২০০৬ সালে কেনা একটি গাড়িই এখনো ব্যবহার করছেন এবং বর্তমানে অন্যের দেওয়া গাড়িতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/আরআই