Image description

আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের পাশাপাশি দাঁড়িয়ে থাকা একটি আলোকচিত্র ফ্রেমে বাঁধিয়ে হোয়াইট হাউসের দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে।

আগস্টে আলাস্কা শীর্ষ বৈঠকে তোলা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টদের ওই পোজ দেওয়া ছবিটি পাম রুমের দেয়ালে টাঙানো হয়েছে। পাম রুমটি ওয়েস্ট উইং ও প্রেসিডেন্টের আবাসিক অংশকে সংযুক্ত করে।

এই ছবির নিচে একই আকারের সোনালি ফ্রেমে ট্রাম্পের ছয় বছর বয়সী নাতনি ক্যারোলাইনা ডরোথি ট্রাম্পের সঙ্গে তোলা তার একটি ছবি রয়েছে।

ছবিটি সম্ভবত সেই একই আলোকচিত্র, যা ট্রাম্প আগস্টে ওভাল অফিসে সাংবাদিকদের দেখিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, আলাস্কায় অ্যাংকোরেজে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের পর পুতিন তাকে ছবিটি পাঠিয়েছিলেন।

ট্রাম্প বলেছিলেন, ছবিতে রুশ নেতাকে ‘ভালো’ লেগেছে। ছবিটি ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতাদের প্রথম সরাসরি বৈঠকের মুহূর্ত ধারণ করেছিল।

তিনি তখন বলেন, ‘আমারটা ঠিক আছে, কিন্তু ওরটা সুন্দর। তাই এটি পাঠানোটা খুবই ভালো লেগেছে।’ তিনি আরো যোগ করেন, ছবিটিতে স্বাক্ষর করে সেটি পুতিনকে ফেরত পাঠানোর পরিকল্পনা ছিল তার।

এদিকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত এক রুশ নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের প্রতিকৃতি হোয়াইট হাউসের দেয়ালে টাঙানোর সিদ্ধান্ত ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।

ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর ও গোয়েন্দা কমিটির সদস্য মার্ক ওয়ার্নার বলেন, ‘আমেরিকান জনগণ ও নিজের পরিবারের ওপরে পুতিনকে স্থান দেওয়া হয়েছে। বিষয়টি যেন একটু বেশিই সরাসরি।’

এস্তোনিয়ার পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান মার্কো মিখেলসন বলেন, এতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নিয়ে তার সন্দেহ জাগে।