Image description

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার ম্যানুয়ালি ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি)।

জ্যেষ্ঠ সচিব জানান, যারা অনলাইনে আবেদন করেছেন বা করেননি, উভয়েই সরাসরি নির্বাচন ভবনে এসে সাংবাদিক কার্ড ও স্টিকার নিতে পারবেন। ম্যানুয়াল ইস্যুর বিস্তারিত প্রক্রিয়া খুব শিগগির জানানো হবে।

এর আগে, অনলাইনে আবেদন প্রক্রিয়া ইউজার ফ্রেন্ডলি না হওয়ায় সাংবাদিক নেতারা সমাধানের জন্য ১ ফেব্রুয়ারির মধ্যে আলটিমেটাম দিয়েছিলেন। এরপরই ইসি ম্যানুয়াল কার্ড ইস্যুর সিদ্ধান্তে এসেছে।

মানবকণ্ঠ/আরআই