সন্ত্রাসীদের প্রশ্রয় দিলে ১৭ বছরের নিপীড়নের গল্প ভুয়া প্রমাণিত হবে: আসিফ মাহমুদ
সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত না করে তাদের পক্ষে দাঁড়ালে গত ১৭ বছরের নিপীড়নের দাবিকে ভুয়া বলে ধরে নেওয়া হবে এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর ভাষায়, “যে সন্ত্রাসীকে প্রশ্রয় দেয়, সন্ত্রাসীর পাশে দাঁড়ায় তার পরাজয় অবশ্যম্ভাবী।”
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশন রোডে এনসিপিসহ ১০ দলীয় জোটের প্রার্থী প্রীতম দাশের নির্বাচনী পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই একটি রাজনৈতিক দল আরও হিংস্র হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদাহরণ টেনে তিনি বলেন, তাঁদের শরিক দল জামায়াতে ইসলামীর একজন উপজেলা সেক্রেটারিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাঁর অভিযোগ, ক্ষমতায় যাওয়ার জন্য হামলা-মামলা ও সন্ত্রাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে যা অতীতের ফ্যাসিবাদী রাজনীতিরই পুনরাবৃত্তি।
তিনি বলেন, “এবার সবাই ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগে ঐক্যবদ্ধ হয়েছে। এই সন্ত্রাস আর মেনে নেওয়া হবে না।” ভোটের দিন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ১১ দলীয় জোট মাঠে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
বিএনপির দিকে ইঙ্গিত করে আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর বিষয়ে কিছু নেতার বক্তব্য উদ্বেগজনক। তাঁর মন্তব্য, “আজ যদি অপরাধীর শাস্তি নিয়ে প্রশ্ন তোলা হয়, তার মানে ভবিষ্যতে নিজেরাও সেই অপরাধ করার মানসিকতা পোষণ করছেন।”
তিনি বলেন, এবারের নির্বাচন শুধু নির্বাচন নয় এটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের গণভোট। জনগণ যদি ন্যায্য মজুরি, ঘুষমুক্ত চাকরি, নিরাপত্তা, ন্যায়বিচার এবং দুর্নীতিমুক্ত সমাজ চায়, তবে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
চা-শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি নির্বাচিত হলে শ্রমিকদের ভূমির অধিকার, ন্যায্য মজুরি ও জীবনমান উন্নয়নে কাজ করবে। জাতীয় ন্যূনতম মজুরি ঘণ্টায় ১০০ টাকা এবং শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৬০ টাকা নির্ধারণের দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “১৬ বছর পর এই ভোট কেবল নির্বাচন নয়, এটি একটি গণভোট।” তিনি অভিযোগ করেন, একটি দল সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, যা অতীতের ফ্যাসিবাদী রাজনীতিরই ধারাবাহিকতা।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা, অ্যাডভোকেট তারিকুল ইসলাম, প্রার্থী প্রীতম দাশ, ব্যারিস্টার জুনেদ আহমেদসহ জোটের অন্যান্য নেতারা।
মানবকণ্ঠ/আরআই




Comments