Image description

মালয়েশিয়ায় একটি বিনোদনকেন্দ্রে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৮০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার রাতে সেলাঙ্গর প্রদেশের সেরি কেম্বাঙ্গানের একটি বিনোদনকেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সেলাঙ্গর ইমিগ্রেশন পরিচালক খাইরুল আমিনুস কামারুদ্দিন এক বিবৃতিতে জানান, আটকদের মধ্যে পাঁচজন পুরুষ এবং ৭৫ জন নারী ছিলেন, যাদের বয়স ১৭ থেকে ৪৫ বছরের মধ্যে। তারা বাংলাদেশ, লাওস, থাইল্যান্ড এবং ভিয়েতনামের নাগরিক।

বিবৃতিতে আরও জানানো হয়, সেরি কেম্বাঙ্গানের ওই এলাকায় অবৈধ অভিবাসীদের উপস্থিতি সম্পর্কে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে দুই সপ্তাহ ধরে গোয়েন্দা তথ্য সংগ্রহের পর বুধবার রাত সাড়ে ১০ টায় অভিযানটি পরিচালিত হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) অনুসারে আরও তদন্তের জন্য আটকদেরকে সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই