Image description

মালয়েশিয়ায় ই-কমার্স জালিয়াতি দমনে পরিচালিত এক বিশেষ অভিযানে বাংলাদেশি ও ইন্দোনেশীয় নাগরিকসহ মোট ৭৯০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত মালয়েশিয়ায় ই-কমার্স প্রতারণার কারণে ৫৪.১ মিলিয়ন রিংগিতের সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে।

বুকিত আমান বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগের (জেএসজেকে) পরিচালক দাতুক রুসদি মোহাম্মদ ইসা জানান, ই-কমার্স জালিয়াতি দমনে জেএসজেকে ২ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত 'অপ মেরপাতি খাস বওল, ১/২০২৫' নামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এই অভিযানের মূল লক্ষ্য ছিল ই-কমার্সভিত্তিক অনলাইন প্রতারণা রোধ করা। অভিযানে প্রতারণায় জড়িত সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে কার্যক্রম চালানো হয়, যারা প্রতারণার অর্থ লেনদেনে ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা, এটিএম কার্ড সরবরাহ এবং টাকা উত্তোলনের মতো বেআইনি কার্যক্রমে জড়িত ছিল।

তবে এই অভিযানে কতজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন, সেই সংখ্যা নির্দিষ্টভাবে জানানো হয়নি।