Image description

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত আঙ্কাসা এলাকায় এক ঝটিকা অভিযানে ২৭ জন বাংলাদেশিসহ মোট ১৩৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে পান্তাই ডালাম এলাকার একটি অ্যাপার্টমেন্টে এই অভিযান চালানো হয়।

কুয়ালালামপুর অভিবাসন বিভাগ জানায়, ব্লক ২১ পান্তাই ডালাম অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারি শেষে ৩৫ জন অভিবাসন কর্মকর্তার একটি দল বুধবার ভোরে অভিযান শুরু করে। অভিযানে প্রায় ২০০ জনের নথিপত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ১৩৩ জনকে আটক করা হয়।

আবাসিক কমিটির চেয়ারম্যান মুহাম্মদ সুহাইলী তাম্বি জানান, ওই অ্যাপার্টমেন্টের প্রায় ৮০ শতাংশ বাসিন্দাই এখন বিদেশি। তাদের অনিয়ন্ত্রিত আচরণে স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি অভিযোগ করেন, বিকেলে করিডোরগুলো লোকে লোকারণ্য হয়ে থাকে, যত্রতত্র পানের পিক ফেলে পরিবেশ নোংরা করা হয় এবং মদ্যপ অবস্থায় অনেকে যত্রতত্র পড়ে থাকেন। এমনকি ভবনের লিফট ভাঙচুরের ঘটনাও ঘটছে।

অভিযানের সময় দেখা গেছে, প্রতিটি তিন কামরার ফ্ল্যাটে অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে প্রায় ১৫ জন করে শ্রমিক বসবাস করছেন। স্থানীয় মালিকরা এসব ফ্ল্যাট বিদেশিদের কাছে মাসে ১৮০০ থেকে ২০০০ রিঙ্গিতে ভাড়া দিয়ে থাকেন। আটককৃতদের অধিকাংশই পার্শ্ববর্তী বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিক।

কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের বিভিন্ন ধারায় তদন্ত শুরু হয়েছে। বর্তমানে তাদের বুকিত জলিল ও কুয়ালালামপুর অভিবাসন ডিপোতে স্থানান্তর করা হয়েছে। অবৈধ অভিবাসীদের পাশাপাশি তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে অভিবাসন বিভাগ।

মানবকন্ঠ/আরআই