জনপ্রিয় আলেম ড. মিজানুর রহমান আজহারী মানুষকে সতর্ক করে বলেছেন, নেশা ও জুয়া মানুষের সুন্দর জীবনকে তিলে তিলে বিষণ্নতার অন্ধকারে ঠেলে দেয়।
সোমবার (৫ জানুয়ারি) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, নেশা ও জুয়া- কেবল টাকা-পয়সার অপচয় নয়; এগুলো সুন্দর জীবনকে তিলে তিলে বিষণ্ণতার অন্ধকারে ঠেলে দেয়। এসবের ফাঁদে পড়ে মানুষ সর্বস্ব হারায়। ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তিলে তিলে গড়ে ওঠা শত-সহস্র রঙিন পরিবার। সুন্দর এই জীবন ধীরে ধীরে হারিয়ে ফেলে তার আসল উদ্দেশ্য। অথচ জীবন তো আল্লাহর দেয়া এক অমূল্য আমানত।
মানব জীবন ধ্বংসের জন্য নয় উল্লেখ করে তিনি আরও লেখেন- আল্লাহর স্মরণ, ইবাদত ও ভালোবাসায় সিক্ত হয়ে জীবনকে সৌন্দর্যমণ্ডিত করতে এবং কল্যাণের সুবাতাস জগৎময় ছড়িয়ে দিতেই এ ধরায় আমাদের আগমন। তাই আসুন, স্রষ্টার দেয়া এই অনন্য আমানতকে রক্ষা করি। জীবনকে অর্থবহ করে গড়ে তুলি। সব ধরনের নেশা ও জুয়া থেকে স্থায়ীভাবে বিরত থাকার পণ করি।
নেশা ও জুয়া সম্পর্কে পবিত্র কোরআনের সুরা মায়েদার ৯১নং আয়াতটি স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। আল্লাহ তাআলা বলেন-
اِنَّمَا یُرِیۡدُ الشَّیۡطٰنُ اَنۡ یُّوۡقِعَ بَیۡنَكُمُ الۡعَدَاوَۃَ وَ الۡبَغۡضَآءَ فِی الۡخَمۡرِ وَ الۡمَیۡسِرِ وَ یَصُدَّكُمۡ عَنۡ ذِكۡرِ اللّٰهِ وَ عَنِ الصَّلٰوۃِ ۚ فَهَلۡ اَنۡتُمۡ مُّنۡتَهُوۡنَ
‘নেশাজাতীয় দ্রব্য ও জুয়ার মাধ্যমে শয়তান তো চায় তোমাদের মাঝে শত্রুতা আর বিদ্বেষ সৃষ্টি করতে, আল্লাহর স্মরণ আর নামাজ থেকে তোমাদের বাধা দিতে। অতএব তোমরা কি বিরত হবে না? (সুরা মায়েদা: ৯১)




Comments