নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের মক্কা-মদিনার বাসা ভাড়া সম্পন্ন না হলে তারা হজ পালনের সুযোগ হারাতে পারেন এমন সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব। এই প্রেক্ষাপটে বাংলাদেশি লিড এজেন্সিগুলোকে আগামী ২৮ জানুয়ারির মধ্যে সব হজযাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি ধর্ম মন্ত্রণালয় থেকে ৩০টি লিড এজেন্সির কাছে পাঠানো এক চিঠিতে জানানো হয়, বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি এই দুই মাধ্যমে হজযাত্রীরা হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী ৩০টি লিড এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যাবেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি ভাড়ার অগ্রগতি সন্তোষজনক নয় বলে জানিয়েছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৩ জানুয়ারি জুম সভায় সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের মহাপরিচালক জানিয়েছেন বাংলাদেশি হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাড়ি ভাড়ার অগ্রগতি অত্যন্ত হতাশাজনক। নির্ধারিত সময়ের মধ্যে যেসব হজযাত্রীর আবাসনের ব্যবস্থা সম্পন্ন হবে না, তারা হজ পালনের সুযোগ পাবেন না বলেও তিনি সতর্ক করেন।
এদিকে ধর্ম মন্ত্রণালয়ের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের হজযাত্রীদের জন্য সরকারি হাসপাতাল থেকে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার সময়সীমা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ সব হজযাত্রীকে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা নিতে হবে। এ উদ্দেশ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত ৮০টি টিকাকেন্দ্রের তালিকা আগেই প্রকাশ করা হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments