Image description

গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টনে জুমার নামাজ শেষে ফেরার পথে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এদিকে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকার শাহবাগে অবরোধ কর্মসূচি চলছে। ইনকিলাব মঞ্চের আহ্বানে চলমান এই কর্মসূচিতে অংশ নিয়ে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ এলাকা।

এই প্রেক্ষাপটে ওসমান হাদি হত্যার বিচার দাবি করেছেন আলোচিত সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব ও ‘টেন মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লেখেন, বেঁচে থাকতে মানুষটা আমাদের কাছে ইনসাফ ছাড়া কিছুই চায়নি। খুন হয়ে গেলে সেটার বিচার চেয়েছিল শুধু।

‘তাঁর মৃত্যুর পরেও যাতে সাহস দেখিয়ে এগিয়ে আসে আরও মানুষ।’

তিনি আরো লিখেছেন, একজন শহীদের কাছে যেই ইনসাফের কথা শিখলাম, সেটা আদায় করতেই হবে। চলে যাওয়ার ১০ম দিন, ইনসাফের বাকি কতদিন?