ঢালিউড অভিনেত্রী শবনম বুবলীকে ঘিরে আবারও মা হওয়ার গুঞ্জন চাউর হয়েছে। সম্প্রতি কলকাতার আনন্দবাজার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশের পর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলীর কিছু ছবি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের মাঝে এই আলোচনা শুরু হয়।
সম্প্রতি বাংলাদেশের একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বুবলী। সেখানে ঘাগরা পরিহিত বুবলীর পারফরম্যান্সের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসব ছবিতে তার শারীরিক গঠন দেখে নেটিজেনদের একটি বড় অংশ দাবি করছেন যে, তিনি আবারও অন্তঃসত্ত্বা। এছাড়া কিছুদিন আগে শাকিব খান এবং পুত্র শেহজাদ খান বীরের সঙ্গে আমেরিকায় দীর্ঘ ছুটি কাটিয়ে এসেছেন তিনি, যা এই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে।
বুবলীর মা হওয়ার গুঞ্জন এবারই প্রথম নয়। ২০২০ সালে যখন তিনি প্রথমবার মা হন, তখন দীর্ঘ সময় আমেরিকায় অবস্থান করেছিলেন এবং বিষয়টি নিয়ে চরম গোপনীয়তা রক্ষা করেছিলেন। প্রায় দুই বছর পর বীরের খবর প্রকাশ্যে এনেছিলেন তিনি। সেই সময় তিনি ফিল্ম রিলেটেড কোর্সের কথা বলে আমেরিকায় থাকার কারণ ব্যাখ্যা করলেও পরে সন্তানের খবর সত্য প্রমাণিত হয়। পুরনো সেই অভিজ্ঞতার কারণেই এবার নেটিজেনরা এই গুঞ্জনকে আরও গুরুত্বের সঙ্গে নিচ্ছেন।
ব্যক্তিগত জীবন নিয়ে বুবলী সবসময়ই কিছুটা গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন। এর আগে তিনি জানিয়েছিলেন, "গল্পের পেছনেও অনেক গল্প থাকে, তাই একতরফা কিছু শুনে বাছবিচার করবেন না। সময় হলে সবকিছুই পরিষ্কার হবে।" বর্তমান গুঞ্জন নিয়ে সত্যতা জানতে বুবলীকে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠানো হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।
তবে বুবলীর ঘনিষ্ঠ ও বিশ্বস্ত কিছু সূত্র দাবি করেছে, এই গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন। বর্তমানে তিনি তার নিয়মিত কাজ ও ফটোশুট নিয়ে ব্যস্ত সময় পার করছেন এবং মা হওয়ার খবরটি কেবলই রটনা।
শাকিব খানের সঙ্গে বুবলীর বর্তমান সম্পর্কের শীতলতা এবং ডিভোর্সের গুঞ্জনের মাঝেই এই নতুন আলোচনার জন্ম দিয়েছে ঢালিউড পাড়ায়। তবে শেষ পর্যন্ত এটি কেবলই গুঞ্জন নাকি নতুন কোনো খবরের পূর্বাভাস, তা জানতে বুবলীর সরাসরি বক্তব্যের অপেক্ষা করতে হবে ভক্তদের।




Comments