Image description

সিলেট স্ট্রাইকার্স তাদের জয়ের খাতা খুলেছে ঢাকা ক্যাপিটালসকে তিন উইকেটে হারিয়ে। সিলেট স্ট্রাইকার্সের কাছে হেরে টানা ছয়টি হারের স্বাদ পেল ঢাকা ক্যাপিটালস।

শুক্রবার সুযোগ পেয়েও বোলারদের ব্যর্থতায় জয়ে ফিরতে পারল না থিসারা পেরেরার দল। ১৯৩ করেও সিলেট স্ট্রাইকার্সের কাছে ৩ উইকেটে হেরেছে তারা। এই ম্যাচেই এবারের আসরে নিজেদের প্রথম জয় পেয়েছে সিলেট।

এদিন ১৯৪ বড় লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে সিলেট। ১৯ রানে ২ উইকেট হারায় তারা। মোস্তাফিজুর রহমানের প্রথম বলেই এলবিডব্লিউ হন রাহকিম কর্নওয়াল। ৮ বলে ১১ করে আবু জায়েদের শিকার হন জর্জ মুনসে। এরপর ৮ বলে ১৪ রানের ঝড় তুলে দিয়ে যান অ্যারন জোন্স। সেখান দলকে টেনে নিয়ে যান জাকির হাসান। ২৭ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৫৮ রানের ম্যাচ জেতানো এক ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার।

ম্যাচে পরের দিকে রনি তালুকদার ২০ বলে ৩০, জাকের আলী ১৭ বলে ২৪ রান করেন। এরপর দায়িত্ব নিয়ে খেলে ১৬০ রানে ৭ উইকেট হারানো দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক আরিফুল হক। তিনি ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ১৫ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন।

এই ইনিংসে ঢাকার হয়ে ফরমানউল্লাহ আর শুভাম রানজানে দুটি করে উইকেট নেন। আর খরুচে বোলিং করেন মোস্তাফিজুর রহমান, ৩১ রান দিয়ে পান একটি উইকেট।

এর আগে লিটন দাস আর মুনিম শাহরিয়ারের জোড়া হাফসেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ গড়ে ঢাকা ক্যাপিটালস। মুনিম করেন ৪৭ বলে ৫২ রান, সাব্বির রহমানের ২৩ ও থিসারা পেরেরা ৯ বলে ১৮ রান করেন। বাকিরা তেমন সুবিধা করতে পারেননি। সিলেটের রাহকিম কর্নওয়াল ২৭ রান খরচায় নেন ৩টি উইকেট। তানজিম হাসান সাকিব আর রিস টপল একটি করে উইকেট শিকার করেন।

মানবকণ্ঠ/আরআই