Image description

নকআউট পর্বের প্লে অফের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই দফা পিছিয়ে পড়েও জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শেষ মুহুর্তের গোলে সিটিকে ৩-২ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে ম্যাচের ১৯ মিনিটে হ্যালান্ডের গোলে প্রথম লিড নেয় ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধের বিবর্ণ মাদ্রিদ ঘুরে দাড়ায় দ্বিতীয়ার্ধে। এরপর ৬০ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে।

তবে পেনাল্টি থেকে ৮০ মিনিটে আবারো সিটিজেনদের এগিয়ে দেন হ্যালান্ড। হারের দুয়ারে দাড়িযে দারুন ভাবে ঘুরে দাড়ায় লস ব্লাঙ্কোসরা।

বদলি হিসেবে নামার পরপরই, ৮৬ মিনিটে ভিনিসিয়াসের অ্যাসিস্টে রিয়ালকে সমতা এনে দেন ব্রাহিম দিয়াজ। ম্যাচের অতিরিক্ত সময়ে আবারো সিটি রক্ষনে চিড় ধরান ভিনিসিয়াস। তার থ্রু বলে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন জুড বেলিংহ্যাম।

মানবকণ্ঠ/আরআই