Image description

আর্জেন্টিনাকে শিরোপা জিততে হলে করতে হতো ৪ গোল। কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে চার গোল তো দেয়া হয়নি, বরং ৩-২ গোলে হেরেছে ক্লদিও এচেভেরির দল। ফাইনাল পর্ব শেষে ১৩ পয়েন্ট নিয়ে তাই শিরোপা পেল ব্রাজিল।

কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। তারা চিলিকে ৩-০ গোলে হারানোর পর আর্জেন্টিনার জন্য শিরোপা জেতার পথ ছিল বেশ কঠিন। আর্জেন্টিনাকে শিরোপা জিততে হলে করতে হতো ৪ গোল। কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে চার গোল তো দেয়া হয়নি, বরং ৩-২ গোলে হেরেছে ক্লদিও এচেভেরির দল। ফাইনাল পর্ব শেষে ১৩ পয়েন্ট নিয়ে তাই শিরোপা পেল ব্রাজিল।

ব্রাজিল দল চিলির বিপক্ষে জয় নিশ্চিত করে, তারা প্যারাগুয়ের বিরুদ্ধে আর্জেন্টিনা ম্যাচে চোখ রাখে। আর্জেন্টিনাকে শিরোপা জিততে হলে প্যারাগুয়ের বিপক্ষে চার গোল করতে হতো, তবে প্যারাগুয়ের ডিয়েগো লিওনের গোল আর্জেন্টিনার জন্য আরও পাঁচ গোল প্রয়োজনীয় করে তোলে। এরপর ৮২ মিনিটে গোল হজমের পর আর্জেন্টিনার শিরোপা স্বপ্ন পুরোপুরি শেষ হয়ে যায়।

ব্রাজিলের জয় আরো স্পষ্ট হয়েছিল চিলির বিপক্ষে নিজেদের ম্যাচের পর, যেখানে সেলেসাও যুবরা একে একে তিনটি গোল দিয়ে জয় নিশ্চিত করে। ম্যাচটি ৭৩ মিনিট থেকে ৮৮ মিনিট পর্যন্ত দারুণভাবে পাল্টে যায়, যেখানে ব্রাজিলের ডেভিড ওয়াশিংটন, পেদ্রো এবং রিকার্ডো ম্যাথিয়াসের গোলগুলো তাদের জয় এনে দেয়।

চ্যাম্পিয়নশিপে নেই কোনো সেমিফাইনাল বা ফাইনাল; তাই ব্রাজিল লিগ পদ্ধতিতে শীর্ষ স্থান ধরে রেখে শিরোপা জিতে নেয়। তাদের ১৩ পয়েন্ট ছিল চ্যাম্পিয়ন হওয়ার জন্য যথেষ্ট, আর আর্জেন্টিনার ১০ পয়েন্ট তাদের শিরোপা থেকে দূরে রেখে দেয়। এর মাধ্যমে ৬-০ গোলের হার দিয়ে শুরু করা আর্জেন্টিনা শেষ পর্যন্ত শিরোপার স্বাদ পেল না, আর নিজের কাজটা সম্পূর্ণ করে শিরোপা ঘরে নিয়ে গেল ব্রাজিল।

এনিয়ে টানা দ্বিতীয় আর সব মিলিয়ে ১৩তমবার দক্ষিণ আমেরিকা মহাদেশের বয়সভিত্তিক আসরের ট্রফি জিতল ব্রাজিল।

মানবকণ্ঠ/আরআই