
এশিয়া কাপের সুপার ফোর পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি, হুসাইন তালাত ও আবরার আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কাকে ১৩৩ রানে আটকে দেয় পাকিস্তান। জবাবে হুসাইন তালাত ও মোহাম্মদ নওয়াজের অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটিতে ১২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় সালমান আলি আগার দল।
শ্রীলঙ্কার ব্যাটিং ধস
টস হেরে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা শুরু থেকেই চাপে পড়ে। ইনিংসের দ্বিতীয় বলে কুশাল মেন্ডিসকে (০) ফেরান শাহিন শাহ আফ্রিদি। দ্বিতীয় ওভারে আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাকেও (২) ফেরান তিনি। ষষ্ঠ ওভারে হারিস রউফ কুশাল পেরেরাকে (১৫) আউট করেন। এরপর অষ্টম ওভারে হুসাইন তালাত পরপর দুই বলে শ্রীলঙ্কার বর্তমান অধিনায়ক চারিথ আসালাঙ্কা (১৩) ও সাবেক অধিনায়ক দাসুন শানাকাকে (১) ফেরান। মাত্র ৭.৩ ওভারে ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে ধসে পড়ে শ্রীলঙ্কা।
কামিন্দু মেন্ডিসের ৪৪ বলে ৫০ রানের (৩ চার, ২ ছক্কা) দুর্দান্ত ইনিংস ও ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে জুটিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। তবে শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস। পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ও হুসাইন তালাত দুটি করে উইকেট নেন। হারিস রউফ ও আবরার আহমেদ একটি করে উইকেট পান।
পাকিস্তানের রান তাড়ায় নাটকীয়তা
১৩৪ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তান ভালো শুরু পায়। সাহিবজাদা ফারহান ২৪ রান করে দলকে এগিয়ে রাখেন। কিন্তু মাঝপথে মাহিশ থিকশানা (২-২৪) ও ওয়ানিন্দু হাসারাঙ্গার (২-২৭) দারুণ বোলিংয়ে ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এ সময় হুসাইন তালাত (৩০ বলে ৩২*) ও মোহাম্মদ নওয়াজের (২৪ বলে ৩৮, ৩ চার, ৩ ছক্কা) অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ১৮তম ওভারে ১৩৮ রান তুলে ৫ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান।
দলের গঠন
পাকিস্তান: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।
শ্রীলঙ্কা: পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস (উইকেটকিপার), কুশাল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, দুষ্মন্ত চামিরা, নুয়ান তুষারা।
ম্যাচের গুরুত্ব
গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটিতে জিতলেও সুপার ফোরে শ্রীলঙ্কা প্রথম দুই ম্যাচে হারের মুখ দেখে। ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তানের কাছেও হোঁচট খায় তারা। অন্যদিকে, পাকিস্তান সুপার ফোরে প্রথম জয় পেয়ে টুর্নামেন্টে টিকে থাকার আশা জিইয়ে রাখে। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের ১৭তম আসরের এই ম্যাচে পাকিস্তানের বোলিং ও ব্যাটিংয়ের দারুণ সমন্বয় তাদের জয় এনে দেয়।
Comments