Image description

বাংলাদেশ দলের বোলারদের বুদ্ধিদীপ্ত পারফরম্যান্সের পরও ব্যাটারদের নির্বুদ্ধিতায় পাকিস্তানের কাছে ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে। বোলাররা পাকিস্তানকে ১৩৫ রানে বেঁধে রাখলেও, ব্যাটাররা 'ঘিলুবিহীন' ব্যাটিং করে ম্যাচ হাতছাড়া করেছেন। বিশেষ করে ছক্কা মারতে গিয়ে একের পর এক উইকেট হারানোর বিষয়টি বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্সকে হতাশ করেছে।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই একই ভেন্যুর একই স্টেডিয়ামে বাংলাদেশ ১৬৯ রান তাড়া করে জিতেছিল। সেদিন ব্যাটাররা শট নির্বাচনে ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও মন্তব্য করেন ফিল সিমন্স, ‘ব্যাটিং অর্ডার দেখে বোঝা মুশকিল, আমরা বাজে ব্যাটিং করেছি কিনা। আমরা আসলে ব্যাটিংয়ের সময় খুব বাজে সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘তানজিদ তামিম ও লিটন দাসকে একসঙ্গে না পাওয়ার ধাক্কা সামলে ওঠার মতো দল এখনো হতে পারিনি আমরা। অধিনায়ক ও ব্যাটার হিসেবে লিটনকে দল খুব মিস করেছে। সে ফর্মেও ছিল। পরে স্পিনের বিপক্ষে ভালো ব্যাটিং করতে পারে এমন দু’জন (জাকের, শামীম) ব্যাটার ছিল আমাদের। মাহেদী পাওয়ার প্লেতে পেসারদের বিপক্ষে শট খেলতে পারবে, সেজন্য নামানো হয়েছিল। লোয়ারে স্পিনারদের বিপক্ষে খেলার চেয়ে পেসারদের বিপক্ষে তার ভালো খেলার সুযোগ ছিল।’