Image description

এক ম্যাচ হাতে রেখেই ভারতের ফাইনাল এবং বিদায় নিশ্চিত করেছিল শ্রীলঙ্কা। ফলে এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচটি কেবলই নিয়মরক্ষার লড়াইয়ে পরিণত হয়। সেই ম্যাচটাই কি না চলমান টুর্নামেন্টে সম্ভবত সবচেয়ে রোমাঞ্চকর লড়াই উপহার দিলো।

এই আসরের সর্বোচ্চ দলীয় রান ২০২ করেও ভারত সহজ জয় পায়নি। তাদের সমান স্কোর তুলে সমতা নিয়ে ইনিংস শেষ করে লঙ্কানরা। শেষমেষ নাটকীয় সুপার ওভারে জিতেছে সূর্যকুমার যাদবের দল।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০২ রানে ভারত-শ্রীলঙ্কা সমতা টানার পর খেলা গড়ায় সুপার ওভারে। যেখানে ৪ বল খেলে মাত্র ২ রানেই ২ উইকেট হারায় লঙ্কানরা। ফলে ভারতের লক্ষ্য দাঁড়ায় স্রেফ ৩ রানের। ওয়ানিন্দু হাসারাঙ্গার করা প্রথম ডেলিভারিটি ছিল গুগলি। যেখানে কভার ড্রাইভ খেলে অধিনায়ক সূর্যকুমার শুভমান গিলকে সঙ্গে নিয়ে দৌড়ে ৩ রান আদায় করেন। এর মধ্য দিয়ে টুর্নামেন্টে অপরাজেয় থেকেই ফাইনাল খেলতে যাচ্ছে ভারত।