
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর সমর্থকদের তীব্র সমালোচনার মুখে ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স। তিনি মনে করেন, ক্রিকেটারদের এসব মন্তব্যের জবাব দেওয়া উচিত নয়।
শনিবার থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। তার আগে আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রধান কোচ ফিল সিমন্স গণমাধ্যমের মুখোমুখি হন।
সোশ্যাল মিডিয়া প্রসঙ্গে সিমন্স বলেন, "প্রথমত বলতে চাই, সামাজিক মাধ্যমে কী হচ্ছে, এসব নিয়ে ক্রিকেটারদের কিছু করার আছে বলে আমি একদম মনে করি না। একজন ব্যক্তি হিসেবে সবারই অধিকার আছে সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছা বলার। আন্তর্জাতিক ক্রিকেটার ও জাতীয় ক্রিকেটার হিসেবে আমার ক্রিকেটারদের অবশ্যই উচিত নয় এসবের জবাব দেওয়া।"
সাম্প্রতিক সময়ে ক্রিকেটার জাকের আলি অনিকের প্রতি গ্যালারি থেকে আসা বর্ণবাদী মন্তব্যের বিষয়েও কোচ ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "একটি কথা বলতে চাই, ক্রিকেটারদের প্রতি কোনো ধরনের বর্ণবিদ্বেষী সুর কোনোভাবেই থাকা ভালো কিছু নয়। আপনি যেখান থেকেই আসেন না কেন, আই ডোন্ট কেয়ার। কিন্তু বর্ণবাদের যে অংশটুকু আছে... জাকের আলির প্রতি যা হয়েছে, সেসবে আমি ক্ষুব্ধ। ভালো কিছু নয় এসব। তবে আপনাকে বলতে পারি, আমি চাই না আমার ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে কোনো ধরনের জবাব দেবে..."
উল্লেখ্য, আফগানিস্তানের কাছে হারের পর সমালোচনার শিকার হয়ে বাঁ-হাতি ব্যাটার নাঈম শেখ তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তা দিয়েছিলেন। সেখানে তিনি দেশের প্রতি ভালোবাসা এবং দর্শকদের সমালোচনা যৌক্তিকভাবে করার আহ্বান জানান।
Comments