Image description

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচাই গ্রামে বাড়ীর পাশে একটি পুকুরে মাছ ধরার দ্বন্দ্বের জেরে আব্দুল খালেক (৬৮) নামে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক ওই গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। নিহতের পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে।

শনিবার (১৮ অক্টোবর) পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার উচাই গ্রামের খালেকের ছেলে আনোয়ার হোসেনের পুকুরে নেমে তাঁর বোন আঞ্জুয়ারা মাছ ধরেন। বিষয়টা জানতে পেরে আনোয়ার তাঁর বোনের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে এ নিয়ে ওইদিন রাত ১১ টার দিকে আনোয়ার, তাঁর বন্ধু প্রতিবেশি নুর ইসলাম ও তাঁর স্ত্রী সেলিনা আঞ্জুয়ারার বাড়ীর উঠানে গিয়ে ঝঁগড়াঝাঁটি করতে থাকেন। এসময় আব্দুল খালেক এত রাতে ঝঁগড়াঝাঁটি না করতে তাদের নিষেধ করতে গেলে প্রতিবেশি নুর ইসলাম ও তার স্ত্রী সেলিনা খালেককে ধাক্কা দেয়। তাদের ধাক্কায় আব্দুল খালেক মাটিতে রাখা বাঁশের উপর পড়ে যায় এবং মাথায় আঘাত পেয়ে আহত হয়। পরে তাঁর অবস্থা অবনতি হলে রাতেই পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । 

ওসি জানান, এঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের থানায় তিনজনকে নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীণ আছে।