Image description

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাম্প্রতিক বিবৃতিকে ‘নির্বাচিত, পক্ষপাতদুষ্ট ও আগাম সিদ্ধান্তমূলক’ বলে কঠোর সমালোচনা করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সতর্ক করে বলেছেন, এমন বিবৃতি খেলাকে রাজনৈতিক করে তুলতে পারে এবং বৈশ্বিক ক্রিকেট প্রশাসনে আস্থা নষ্ট করতে পারে। 

রোববার (১৯ অক্টোবর) এক্স পোস্টে আতাউল্লাহ তারার বলেন, 'সন্ত্রাসবাদের প্রধান ভুক্তভোগী পাকিস্তান আইসিসির পক্ষপাতমূলক ও যাচাইবিহীন মন্তব্যকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে।' আইসিসি সম্প্রতি এক বিবৃতিতে দাবি করেছিল যে, আফগানিস্তানের স্থানীয় তিন ক্রিকেটার পাকিস্তানের বিমান হামলায় নিহত হয়েছেন।

এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তথ্যমন্ত্রী তারার বলেন, 'আইসিসি কোনো স্বাধীন সূত্র বা প্রমাণ উপস্থাপন করেনি। এটি একটি বিতর্কিত অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে তুলে ধরেছে, যা বৈশ্বিক ক্রিকেট প্রশাসনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে।' 

মন্ত্রী আরও অভিযোগ করেন, আইসিসির বিবৃতি প্রকাশের পরপরই এর চেয়ারম্যান জয় শাহ এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) একই ধরনের মন্তব্য করে ‘একটি কৃত্রিম প্রতিধ্বনি’ তৈরি করেছেন। তারারের দাবি, 'এটি পরিকল্পিতভাবে পাকিস্তানবিরোধী বক্তব্য উপস্থাপনের চেষ্টা।'

তিনি আরও বলেন, আইসিসির বর্তমান নেতৃত্বের অধীনে একাধিক অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি হয়েছে, যা পাকিস্তান ক্রিকেটকে লক্ষ্যবস্তু করছে, এবং সাম্প্রতিক ‘হ্যান্ডশেক বিতর্ক’-এর ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ।

তারার জোর দিয়ে বলেন, 'খেলাধুলায় কখনোই রাজনীতি ঢোকানো উচিত নয়। আইসিসিকে তার নিরপেক্ষতা, স্বাধীনতা ও ন্যায়নিষ্ঠ অবস্থান ফিরিয়ে আনতে হবে।' তিনি স্পষ্টভাবে মন্তব্য করেন, 'বর্তমান নেতৃত্বের ভারতীয় পরিচয় কোনোভাবেই আইসিসির সিদ্ধান্তকে প্রভাবিত করা উচিত নয়।'