Image description

তারুণ্যের উৎসব উৎযাপনে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে ঢাকা জেলার ইউনিয়ন পর্যায়ে আন্তঃইউনিয়ন শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে কাবাডি ও ভলিবল খেলার প্রতিযোগিতার উদ্বোধন করেছেন ঢাকার জেলা প্রশাসক মো: তানভীর আহমেদ। 

শনিবার( ১৮ অক্টোবর) বিকেলে ঢাকার ধামরাই উপজেলার আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এ খেলার উদ্বোধন করেন। 

জেলা প্রশাসনের আয়োজনে ৫টি উপজেলা আন্তঃইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান ভলিবল এবং কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন বলে জানা যায়। এ প্রতিযোগিতা ২২ অক্টোবর পর্যন্ত চলবে। উপজেলার চ্যাম্পিয়ন দলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে। 

এতে ধামরাই ও কুশুরা ইউনিয়ন কাবাডি ও ভলিবল খেলায় অংশ গ্রহন করেন। কাবাডিতে ধামরাই ইউনিয়ন কুশুরা ইউনিয়নকে ২২-১২ পয়েন্টে পরাজিত করেন। অপর দিকে ভলিবলে কুশুরা ইউনিয়ন ধামরাই ইউনিয়নকে ১৬-১৪ পয়েন্টে পরাজিত করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, দেশে চলমান তারুণ্যের উৎসবের সাথে সকলকে একাত্ম হওয়া প্রয়োজন। তাহলে দেশের যুব সমাজ মাদক থেকে সরে আসবে। এ ধরনের আয়োজন খেলোয়াড়দের পজিটিভ মনোভাব সৃষ্টিতে ভূমিকা রাখবে। অনেকেই জাতীয় পর্যায়ে খেলবে। তাই উপজেলা পর্যায়ে সরকারি খাস-খালি জায়গা গুলিতে তরুনদের খেলাধূলার জন্য মাঠের ব্যবস্থা করা হবে।

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা নিবার্হী অফিসার মামনুন আহমেদ অনীক, সহকারী কমিশনার (ভূমি) মো: রিদওয়ান আহমেদ রাফী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান, যুব উন্নয়ন কর্সমকর্হতা ইসলাম আল হাসিব, উপজেলা ইনষ্ট্রাকটর জহুরা আক্তারনহ অন্যান্য অতিথি বৃন্দ।