
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতা অব্যাহত রয়েছে। মিরপুরের "কালো উইকেট" যখন বোলারদের জন্য স্বর্গের মতো কাজ করছে, তখন ৬৮ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একাই লড়াই করে যাচ্ছেন ওপেনার সৌম্য সরকার।
দলীয় ২২ রানে ১৬ বলে ৬ রান করে আকিল হোসেনের বলে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ হাসান। তিনে নামা তাওহীদ হৃদয়ও ১৯ বলে ১২ রান করে গুড়াকেশ মোতির শিকার হন। মোতির ঝুলিয়ে দেওয়া বল উড়িয়ে মারতে গিয়ে ব্যর্থ হন হৃদয়, বল ব্যাটের কানায় লেগে চলে যায় পয়েন্টে দাঁড়ানো আকিলের হাতে।
তবে সবচেয়ে হতাশাজনক ছিল নাজমুল হোসেন শান্তর (১৫) বিদায়। ভালো শুরুর পর আলিক অ্যাথানেজের একটি শর্ট বল লেগ সাইডে পুল করতে গিয়ে ব্যর্থ হন তিনি। বল ঠিকভাবে ব্যাটে না লেগে চলে যায় মিড অনে থাকা ফিল্ডার ব্রেন্ডন কিংয়ের হাতে। শান্ত যেন নিজের আউট বিশ্বাস করতে পারছিলেন না, মাথায় হাত দিয়ে মাঠ ছাড়েন। অন্যদিকে, ওয়ানডেতে প্রথম উইকেট শিকারের আনন্দে অ্যাথানেজ দুই হাতে মুখ ঢেকে ফেলেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩০ ওভার শেষে ১০৩ রান। সৌম্য সরকার ৪৫ ও মেহেদী হাসান মিরাজ ০ রান নিয়ে মাঠে আছেন।
Comments