Image description

আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দলের ৫০ ওভার খেলার সক্ষমতা নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, অবশেষে তার অবসান হলো। একাদশী ওয়ানডেতে মাত্র দুইবার অল-আউট না হওয়া বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পূর্ণ ৫০ ওভার ব্যাট করে ৭ উইকেটে ২১৩ রান সংগ্রহ করেছে। মূলত রিশাদ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ের সৌজন্যেই এই সম্মানজনক স্কোর সম্ভব হয়েছে, যার ফলে ওয়েস্ট ইন্ডিজকে ২১৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। দলীয় ২২ রানে আকিল হোসেনের বলে ক্যাচ দিয়ে ফেরেন ১৬ বলে এক ছক্কায় ৬ রান করা ওপেনার সাইফ হাসান। তিনে নামা তাওহীদ হৃদয়ও ১৯ বলে ২ চারে ১২ রান করে গুডাকেশ মোতির শিকার হন। মোতির ঝুলিয়ে দেওয়া বল উড়িয়ে মারতে গিয়ে ব্যর্থ হয়ে পয়েন্টে দাঁড়ানো আকিলের হাতে ধরা পড়েন তিনি।

সবচেয়ে অদ্ভুতভাবে আউট হন নাজমুল হোসেন শান্ত (১৫)। ভালো শুরুর পর আলিক অ্যাথানেজের শর্ট বল লেগ সাইডে পুল করতে চেয়েছিলেন, কিন্তু ব্যাটে ঠিকভাবে সংযোগ না হওয়ায় বল চলে যায় মিড অনে থাকা ফিল্ডার ব্রেন্ডন কিংয়ের হাতে। আউট হয়ে নাজমুল যেন নিজের বিদায় বিশ্বাস করতে পারছিলেন না, মাথায় হাত দিয়ে হতাশায় ডুবে যান। অন্যদিকে, ওয়ানডেতে নিজের প্রথম উইকেট শিকারের আনন্দে অ্যাথানেজ দুই হাতে মুখ ঢেকে ফেলেন। মাহিদুল ইসলাম অঙ্কনও ১৭ রানের বেশি করতে পারেননি।

একপ্রান্ত আগলে লড়াই করা ওপেনার সৌম্য সরকার দুর্ভাগ্যজনকভাবে ফিফটি থেকে বঞ্চিত হন। ৮৯ বলে ৩ চার ও ১ ছক্কায় তার ৪৫ রানের ইনিংসটি থামে আকিল হোসেনের বলে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিডউইকেটে পিয়েরের হাতে ধরা পড়ে। সাতে নেমে নাসুম আহমেদ ১৪ রান করেন। নুরুল হাসান সোহান দ্রুত রান তোলার চেষ্টা করলেও তার ২৪ বলে ২ চার ও ১ ছক্কায় ২৩ রানের ইনিংসটি শেষ হয় গুডাকেশ মোতির কট অ্যান্ড বোল্ডে।

শেষদিকে ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন রিশাদ হোসেন। মাত্র ১৪ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৯ রানের এক দাপুটে ইনিংস খেলে দলের স্কোর ২০০ পার করতে বড় ভূমিকা রাখেন। অন্যপ্রান্তে ৫৮ বলে ৩২* রান করে অধিনায়ক মেহেদী মিরাজ তাকে যোগ্য সঙ্গ দেন। এই দুজন ৮ম উইকেটে মাত্র ২৪ বলে অবিচ্ছিন্ন ৫০ রানের এক গুরুত্বপূর্ণ জুটি গড়েন, যার মধ্যে রিশাদের অবদানই ছিল ৩৯ রান। ক্যারিবিয়ানদের হয়ে গুডাকেশ মোতি ১০ ওভারে ৬৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন, যা তাদের সেরা বোলিং পারফরম্যান্স।