
দীর্ঘ এক যুগ পর অবশেষে ঘরের মাঠে টেস্ট জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে একমাত্র টেস্টে আফগানিস্তানকে ইনিংস ও ৭৩ রানে পরাজিত করে ক্রেইগ আরভিনের দল ঐতিহাসিক এই জয় উদযাপন করেছে।
এর আগে ২০১৩ সালে সবশেষ ঘরের মাঠে টেস্ট জিতেছিল জিম্বাবুয়ে। সেবার হারারেতেই সফরকারী পাকিস্তানকে ২৪ রানে হারিয়েছিল তারা। এরপর দীর্ঘ ১২ বছর অপেক্ষার পর আবারও ঘরের মাঠে সাদা পোশাকে জয়ের দেখা পেল জিম্বাবুইয়ানরা।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান প্রথম ইনিংসে মাত্র ১২৭ রানে অলআউট হয়। জিম্বাবুয়ের পেসার ব্র্যাড ইভান্স আগুনে বোলিংয়ে ২২ রানে ৫ উইকেট দখল করেন। সঙ্গী ব্লেসিং মুজারাবানি নেন ৩ উইকেট। আফগান ব্যাটারদের মধ্যে ইব্রাহিম জাদরান ১৯, আব্দুল মালিক ৩০ এবং রহমানুল্লাহ গুরবাজ ৩৭ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে তোলে ৩৫৯ রান। ওপেনার বেন কারেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে খেলেন ১২১ রানের দারুণ ইনিংস। সিকান্দার রাজা যোগ করেন মূল্যবান ৬৫ রান। আফগান পেসার জিয়াউর রহমান শারিফি একাই শিকার করেন ৭ উইকেট।
২৩৩ রানের বিশাল ঘাটতি নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ হয় আফগান ব্যাটাররা। মাত্র ৪৩ ওভার টিকতে পেরেছে তারা, সংগ্রহ ১৫৯ রান। ইব্রাহিম জাদরান করেন সর্বোচ্চ ৪২ রান, বাহির শাহ যোগ করেন ৩২। এবার বল হাতে দাপট দেখান রিচার্ড এনগ্রাভা, ৫ উইকেট শিকার করেন তিনি। মুজারাবানি নেন আরও ৩ উইকেট।
১৯৯২ সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর থেকে এটি জিম্বাবুয়ের ১২৯তম টেস্ট ম্যাচ এবং মোট ১৫তম জয়। ইনিংস ব্যবধানে এটি তাদের মাত্র তৃতীয় জয় এবং ২৪ বছরের মধ্যে প্রথম এমন সাফল্য।
জয়ের পর হারারে জুড়ে উল্লাসে ভাসছে জিম্বাবুইয়ান ক্রিকেটপ্রেমীরা। এক যুগ পর অবশেষে ফিরেছে ঘরের মাঠের সাদা পোশাকের হাসি।
Comments