সৌম্য ম্যাচ সেরা, রিশাদ সিরিজ সেরা: উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ১৭৯ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা হয়েছেন সৌম্য সরকার, আর বল হাতে অসাধারণ সিরিজ কাটানো রিশাদ হোসেন জিতেছেন সিরিজ সেরার পুরস্কার।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৫ রান করে আউট হলেও, শেষ ম্যাচে মিরপুরের স্পিন সহায়ক উইকেটে সৌম্য সরকার খেলেছেন ৯১ রানের এক অসাধারণ ইনিংস। সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেও, তার এই ইনিংসে ভর করে বাংলাদেশ ২৯৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায়, যা দলের বিশাল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ম্যাচ সেরা নির্বাচিত হয়ে সৌম্য তার পারফরম্যান্সে খুশি এবং পরিবার ও স্ত্রীর সমর্থনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, "এর পেছনে কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের গল্প লুকিয়ে আছে। আমার স্ত্রী ও পরিবারের এর পেছনে অসাধারণ সমর্থন ছিল। ভক্তদের প্রত্যাশা পূরণের চেষ্টা ছিল। আমি ফিরতে পেরে এবং রান পেয়ে খুশি।"
বল হাতে পুরো সিরিজেই উজ্জ্বল ছিলেন রিশাদ হোসেন। সিরিজের প্রথম ম্যাচেই ৬ উইকেট নিয়ে দেশের ওয়ানডে ইতিহাসে প্রথম স্পিনার হিসেবে ইনিংসে ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। এটি মাশরাফি ও রুবেলের পর দেশের তৃতীয় সেরা বোলিং ফিগার। পরের দুটি ম্যাচেও তিনি তিনটি করে উইকেট তুলে নেন, যা তাকে সিরিজে মোট ১২ উইকেটের মালিক করে তোলে। তার এই অসাধারণ বোলিং পারফরম্যান্সের পাশাপাশি প্রথম দুই ম্যাচে তার ঝড়ো ব্যাটিংও দলের জন্য মূল্যবান ছিল।
সিরিজ সেরা নির্বাচিত হয়ে রিশাদ সম্প্রচার মাধ্যমকে বলেন, "সতীর্থ বোলাররা তাকে দারুণ সহায়তা করেছেন। যে কারণে দলীয় প্রচেষ্টা ফুটে উঠেছে। নিজের পারফরম্যান্সে খুশি আমি।"
এই জয়ে বাংলাদেশ শুধু সিরিজই জেতেনি, বরং সৌম্য ও রিশাদের মতো খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যও দেশের ক্রিকেটে নতুন আশার সঞ্চার করেছে।
Comments